খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৬ বছর বন্ধ থাকার পরে বাউড়িয়ার ফোর্ট গ্লোস্টার ক্যাবিল কারখানার সম্পত্তি নয়া দেউলিয়া বিধিতে নিলাম করে ব্যাঙ্কের বকেয়া মেটানোর নির্দেশ দিলো এনসিএলটি । একই সঙ্গে শ্রমিকদের গ্রাচুইটি মেটানোর নির্দেশ দেয়া হয়েছে যদিও তাতে খুশি নন শ্রমিকরা । শ্রমিকেরা পুরো গ্রাচুইটির দাবিতে আপিলেট ট্রাইবুনালে আবেদন করচেন না হলে আন্দোলনের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । খুব সম্ভবত বাউড়িয়ার একটি চটকল সংস্থা টি এই সংস্থা এটি কিনতে পারে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...