খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :তেলেঙ্গানা তে তরুণী চিকিৎসক কে গণধর্ষণ ও খুনের পরে রাজ্য এবং দেশ জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে ।দেশজোড়া এই ঝড়ের বিক্ষোভ ও প্রতিবাদের মুখে পরে তেলেঙ্গানা রাজ্য পুলিশ সাসপেন্ড করলেন সব ইন্সপেক্টর এম রাভিকুমার হেড কনস্টবল পি ভেনুগোপাল রেড্ডি এবং এ সত্যনারায়ণ গৌড় কে । সাইবারা বাদ পুলিশ কমিশনার এই প্রসঙ্গে বলেন তদন্তে ওই কর্মীদের বিরুদ্ধে গাফিলতি ধরা পড়েছে ।