খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সারা ভারত জুড়ে পেঁয়াজ কোথাও ১০০ তো কোথাও ১২০ কেজি দরে বিক্রি হচ্ছে ।গেরস্তের বাড়ি তে চুরি করতে এসে চোর দামি জিনিসের বদলে নিয়ে যাচ্ছে বস্তা ভর্তি পেঁয়াজ ।একটি আজব ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। মহারাষ্ট্রের নাসিক থেকে ১ লরি ভর্তি পেঁয়াজ যাচ্ছিলো গোরকপুরে যার বাজার মূল্য ছিল ২০ লক্ষ্য টাকা । সেটি হটাৎ মাঝপথে লরি থেকে গায়েব হয়ে যায় ।পেঁয়াজের মালিক শিবপুরি পুলিশস্টেশনে লরি চালক জাভেদের নামে এফআইআর দায়ের করে । পরে পুলিশ লরির হদিশ পেলেও চালক বেপাত্তা ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...