আলীপুর আবহাওয়া দফতরের শীত নিয়ে বার্তা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :  আলীপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে যে  আগামী সোমবার থেকে শহরের তাপাত্রা  কিছুটা  নামলেও  ডিসেম্বরের  দ্বিতীয়  সপ্তাহের আগে শহরে জাকিয়ে শীত পড়ার কারণ নেই ।চলতি মরশুমে শীত  দেরিতে আসার  কারণ হলো  পশ্চিমি  ঝাঞ্জা ।রাজ্যে  পশ্চিমি জোঙার অবস্থান  শীতল বাতাস রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বাঁধা  হয়ে দাঁড়িয়েছে ।ফলে  ডিসেম্বর  মাসেও শহরবাসীকে ফ্যান চালাতে  হচ্ছে । জনতার  গায়ে এখনো  গরম জামা  ওঠেনি ।