খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৮৯ পরে,পাকিস্তান ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পরে । পাকিস্তান গত শনিবার ৬ উইকেটে ৯৬ রানের পরে সপ্তম উইকেটে , বাবর আজম ও ইয়াসিরের ব্যাটে ভর করে ৯৪ ওভারে ৩০২ রানে ইনিংস শেষ করে । বাবর করেন ৯৭ রান এ বগ ইয়াসির করেন ১১৩ রান ।পাকিস্তান ফলো অন এড়াতে না পারলেও শেষ পর্যন্ত তলে ৩ উইকেটে ৩৯ রান । খেলছে আসাদ এবং মাসুদ ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...