খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৮৯ পরে,পাকিস্তান ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পরে । পাকিস্তান গত শনিবার ৬ উইকেটে ৯৬ রানের পরে সপ্তম উইকেটে , বাবর আজম ও ইয়াসিরের ব্যাটে ভর করে ৯৪ ওভারে ৩০২ রানে ইনিংস শেষ করে । বাবর করেন ৯৭ রান এ বগ ইয়াসির করেন ১১৩ রান ।পাকিস্তান ফলো অন এড়াতে না পারলেও শেষ পর্যন্ত তলে ৩ উইকেটে ৩৯ রান । খেলছে আসাদ এবং মাসুদ ।
রাজ্য
প্রাথমিকে পাশ ফেল নয় বার্তা মমতার
সাম্প্রতিক প্রাথমিক স্কুলে পরীক্ষা পদ্ধতি আমূল বদলে দিয়ে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ।জানানো হয়েছিল চলতি বর্ষ থেকেই প্রাথমিকের...