এডিলেডে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার জয়

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   অস্ট্রেলিয়া এডিলেডে  দ্বিতীয় টেস্টে ইনিংস  ডিফিট  ও ৪৮ রানে  হারালো । গোলাপি  বলের দিন রাতের  টেস্টে  এই জয়ের  ফলে ওয়ার্ল্ড  টেস্ট  চ্যাম্পিয়নশিপের  দুই টেস্টের  সিরিজে  অস্ট্রেলিয়ার  পক্ষে  ফলাফল  হলো ২-০। দ্বিতীয়  ইনিংসে  পাকিস্তানের  শান  মাসুদ এবং আসাদ  শফিক  হাফ সেঞ্চুরি  করে  ইনিংস ডিফিট  এড়াতে  ব্যর্থ  হয় ।অস্ট্রেলিয়ার  স্পিনার  নাথান  লায়ন  ৫৯ রানের  বিনিময়ে ৫ টি  উইকেট নেন  এবং হেজলউদ  নেন ৬৩ রানে  ৩ উইকেট ।