খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নেপালের পোখরায় , সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপের বিরুদ্ধে অবিশাস্য বোলিং করেন নেপালের ২৪ বছর বয়েসী মহিলা বোলার অঞ্জলি চন্দ । ২.১ ওভার বল করে কোনো রান না দিয়ে ,তিনি ৬ টি উইকেট তুলে নেন । মালদ্বীপের ইনিংস মাত্র ১৬ রানে শেষ হয়ে যায় । তার আগে মহিলা ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল মাস এলিসার ,তিনি চীনের বিরুদ্ধে ৬ টি উইকেট নিয়েছিলেন তিন রান দিয়ে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...