খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পরিবেশ দফতরের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্র , বিধাননগরের দফতরে জলাভূমি ভরাট নিয়ে বৈঠকে ডাকেন দুই ২৪ পরগনার আধিকারিক ,কলকাতা পুরসভা,বিধাননগর পুর সভা এবং পুলিশের পদস্থ কর্তাদের । ওই বৈঠকে রাজ্যের পরিবেশ দফতর জলাভরাটের বিভিন্ন ঘটনার একটি তালিকা প্রকাশ করে তার সত্যতা প্রমান করলো । যে খানে ২০০৭ থেকে ২০১৮ পর্যন্ত পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে নির্মাণ হয়েছিল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...