সরকারী ভি আই পির সংখ্যা

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক: দিনকে  দিন  এই  রাজ্যে  তৃণমূল  ও  বিজেপী   নেতা  মন্ত্রীদের  ভি  আই পি  নিরাপত্তা  বাড়ছে।  সম্প্রতি  ডায়মন্ড  হাবড়ার  চার  জন  তৃণমূল  যুবসভা পতিকে  ওয়াই-  প্লাস  নিরাপত্তা  দিল  রাজ্য । বৎসরের  শুরুতে  রাজ্য  ভি  আই  পি   তালিকা  ছিল  ২৪৫ জনের। ৭ই  নভেম্বর  তা  বেড়ে  দাঁড়ায়  ২৬০ এ। অপরদিকে  কেন্দ্র  তাদের  রাজ্য  বিজেপী   নেতা  বিধায়ক  ও  মন্ত্রীদের  জন্য  নিরাপত্তা দেয়   ৫০  জেনের। সর্ব্ব  মোট  রাজ্যে  ৩০০  জন  এই  নিরাপত্তা  পায় ।