খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পুঞ্চের ওপার থেকে পাক গোলায় নিহত হন দুইজন গ্রামবাসী এবং আহত হন অন্তত ৮ জন । প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান সোমবার রাত ২;৩০ মিনিট নাগাদ সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে শাহপুর এবং কিরনী সেক্টরে পাক বাহিনী ভারতীয় গ্রাম ও সেনাচৌকির উপর লক্ষ্য করে গুলি ও মর্টার চালায় ,জবাব দেন ভারতীয় সেনারাও । নিহত দুই গ্রামবাসীর নাম গুলনাজ ও শোহেব ।