ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটে নামলো আইআইএমসির পড়ুয়ারা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : জেএনইউ  পরে এই বার  ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস  কম্যুনিকেটশনের  দিল্লি  ক্যাম্পাসের  পড়ুয়ারা  ফি  বৃদ্ধির  প্রতিবাদে ধর্মঘটে সামিল  হলেন । তারা  বলেন প্রতিবছর ১০ % করে ফি  বাড়তে  বাড়তে ছাত্রছাত্রীদের নাগালের বাইরে চলে যাচ্ছে । কর্তৃপক্ষের সাথে আলোচনায়  কোনো সুরাহা  না মেলাতে  তারা ধর্মঘটের পথে যেতে বাধ্য হলেন  পড়ুয়ারা।