খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী মঙ্গলবার বোরোদার বিরুদ্ধে রঞ্জি ম্যাচের জন্য মুম্বাই ক্রিকেট সংস্থা তাদের ১৫ জন দলের সদস্য দের নাম ঘোষণা করেছেন । দলের নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব । সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ উইকেট কিপার আদিত্য তারে । নির্বাসন কাটিয়ে সৈয়দ মুস্তাক আলী টি ২০ ট্রফিতে মুম্বাই দলে এসেছেন ওপেনার প্রীতিশ শ । মুম্বাইয়ে হয়ে খেলবেন ভারতের সহ অধিনায়ক আজিঙ্ক্য রাহানে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...