খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আবহাওয়া অফিস শীতের বার্তা শুনিয়ে ছিলেন রাজ্য বাসীকে । আর গত কাল তা সত্ত্বেও রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হল তিন জনের। এরা হলেন সান্তনা বন্দ্যোপাধ্যায় (৫০) পুরসভার স্বাস্থ্য বিভাগের অস্থায়ী কর্মী। অপর দুই জন হলেন ডেবরার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ভোলানাথ দাস (২৯) ও ব্যারাকপুর পলতার বাসিন্দা সুভাষ সমাদ্দার (৬১)। উল্লেখ্য সুভাষবাবু গত ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন ও কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন|