খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সম্প্রতি খড়গপুর বিধান সভার উপনির্বাচনে দীর্ঘদিন পরে জয় পায় তৃণমূল। দলের তরফে ঐ বিধান সভার দায়িত্ব ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি দলের তরফে ৫৪ জন পর্যবেক্ষন নিযুক্ত করেছিলেন দলকে জেতানোর লক্ষে। ঐ ৫৪ জন মিলে দলীয় কার্য্ক্রমকে এগিয়ে নিয়ে যেতে একটি হোয়াটস এপ গ্রুপ তৈয়ারী করেন। ঐ জয়ের ফলে মন্ত্রী ৫৪ জন পর্যবেক্ষকে পুরস্কার স্বরূপ প্রত্যেককেই একটি করে ” স্মার্টফোন উপহার দিয়েছেন।