যুদ্ধ জাহাজ চায় নৌ বাহিনী

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ভারতীয়  নৌ  বাহিনীর  প্রধান  কর্মবীর  সিংহ  জানান  ভারতীয়  নৌসেনা  তিনটি  যুদ্ধ  জাহাজ  চায়  বাহিনীকে  সমৃদ্ধ  করতে। সেই  যুদ্ধ  জাহাজ  গুলিকে  ভারত  মহাসাগরে  মোতায়েন করতে  চায়  ভারতীয়  নৌসেনা।  ভারতের  নৌসেনার  জন্য  প্রতিরক্ষা  খাতে  ব্যায়   ১২%  কমে  যাওয়ায়  উদ্বেগ  প্রকাশ  করেন  তিনি।  গত  সেপ্টেম্বররে  ভারতের  জলসীমায়  ঢোকার  দায়ে  ভারতের  নৌবাহিনী  একটি  চীন  জাহাজকে  তাড়িয়ে  দে।