প্রাইভেট মেম্বার্স বিল

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পশ্চিমবঙ্গের  জন্য  বিশেষ  আর্থিক  প্যাকেজ  এর  দাবি  জানিয়ে  লোকসভায়  প্রাইভেট  মেম্বার্স  বিল  নিয়ে আসছেন  কংগ্রেস  দলনেতা  অধীর  রঞ্জন  চৌধুরী। কংগ্রেস  শিবিরের  ধারনা   অধীর  বাবু  এই  বিল  রাজ্য  সভায়  উপস্থিত  করলে  তাকে  অন্যান্য  দলের  মত  তৃণমূল  ও  সমর্থন  করবেন।  এই  বিলকে  ঘিরে  রাজ্য  তৃণমূল  ও  কংগ্রেস  কাছাকাছি  আসবে  কিনা  তা  নিয়ে  জল্পনা  শুরু  হয়েছে।