সারাই হবে নজরুল মঞ্চ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কলকাতা  মেট্রোপলিটল   ডেভেলপ  মেন্ট  অথরিটি  (কে এম দি এ)  নজরুল  মঞ্চের  ছাদের   জরুরী   মেরামতের  জন্য  জরুরী   ভিত্তিতে  দরপত্র  ডাকল, এর জন্য  খরচ  হবে  প্রায়  তিন  লক্ষটাকা ।  এক  মাসের  মধ্যে  কাজ  শেষে  করতে  হবে  বলে  জানাল  কে  এম  ডি   এ   কর্ত্তৃপক্ষ ।  এটাই  দরপত্রের  শর্তে  বলা  হয়েছে।