আইকে গুজরালের জন্ম শতবর্ষ অনুষ্ঠানে বিস্ফোরক মনমোহন সিংহ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : প্রয়াত  প্রধানমন্ত্রী  ইন্দ্র কুমার  গুজরালের  জন্ম শতবর্ষ  উপলক্ষে এক অনুষ্ঠানে প্রাক্তন  প্রধানমন্ত্রী  মনমোহন  সিংহ  বলেন ১৯৮৪ সালে  ইন্দিরা  গান্ধীর  হত্যার  পরে   শিখ দাঙ্গার  পরিস্থিতি উদ্ভব হলে  গুজরাল  জি উদ্বিগ্ন  হয়ে স্বরাষ্ট্র  মন্ত্রী রাও  কে সেনা  নামানোর জন্য বলেন । কিন্তু তা  তিনি এড়িয়ে যান । ৮৪ সালে  সেনা  নামানো  হলে শিখ  হত্যার মত  দুঃখ জনক  ঘটনা  ঘটতো  না । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব  মুখার্জি বলেন  ১৯৯৮ সালে  গুজরালের  উপর থেকে সমর্থন প্রত্যাহার  ই  বিজেপির আসার  প্রধান  কারণ ।