নীরব মোদী এ ফের হেপাজতে পাঠালো ব্রিটেনের ম্যাজিস্ট্রেট কোর্ট

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  পিএনবি  কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব  মোদিকে  আবারো হেপাজতে  পাঠানোর নির্দেশ দিলো ব্রিটেনের ওয়েস্ট মিনিস্টার  ম্যাজিস্ট্রেট  কোর্ট । গতকালের শুনানি তে বিচারক তাকে  ২ জানুয়ারী  ভিডিও  লিঙ্কের  মাধ্যমে  শুনানি তে হাজির থাকার নির্দেশ দিয়েছেন । নীরব মোদির  প্রত্যার্পণ মামলা  শুরু হবে আগামী ১১ মে ২০২০ এবং চলবে টানা  ৫ দিন । পাশাপাশি মুম্বাইয়ের একটি বিশেষ আদালত এই দিন জানিয়েছে আগামী ১৫ ই  জানুয়ারী  নীরব  মোদী  ও তার দুই সঙ্গী  কে মুম্বাইয়ের ওই আদালতের সামনে উপস্থিত হতে হবে ।