বাংলার সীমান্তে বসানো হবে কাঁটা তারের বেড়া

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক  : কেন্দ্র  বাংলাদেশী  সহ   সব  প্রকার  অনুপ্রবেশ  বন্ধে  পশ্চিম  বাংলার  দক্ষিণবঙ্গের  প্রায়  ৪০০  কিমি  দীর্ঘ  কাঁটাতার  বিহীন  সীমান্তে  বেড়া  বসাতে  উদ্যোগ  নিয়েছেন। উত্তর  চব্বিশ পরগনার  জেলা  কর্মাধক্ষ্য  জানান  কেন্দ্রের  কাছ  থেকে  ৮৮  কোটি  টাকা  পাওয়া  গিয়েছে  কাটা  তারের  জন্য  জমি  অধিগ্রহণ  করার  কাজে। জমি  অধিগ্রহণ  এর  পর  তা  তুলে  দেওয়া  হবে  সীমান্ত রক্ষী  বাহিনীর  হাতে  ।