খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: প্রখ্যাত বলিউড অভিনেত্রী আসা পারেখ ৬০, ৭০ ও ৮০ দশকে অনেক হিট ছবি উপহার দিয়েছেন। লাভ ইন টোকিও, কাটি পতঙ্গ এর মত বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তার ৭৭ টম জন্ম দিবস উপলক্ষে তিনি জানালেন যে তিনি পরিচালক ও প্রযোজক নাসির হুসেন কে ভালোবাসতেন| কিন্তু তাকে বিয়ে করলে বিবাহিত নাসির হুসেনের পরিবারও ছেলে ও মেয়েরা ব্যাথিত হতেন, তাই তিনি সারা জীবন অবিবাহিত থাকায় সংকল্প করেন।