সোশ্যাল মিডিয়ার জন্য বিশেষ আইন আনছে কেন্দ্রীয় সরকার

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : কেন্দ্রীয় সরকার  সোশ্যাল  মিডিয়া  গুলিকে একটি বাঁধনে বাধার জন্য একটি নতুন আইন আনতে  চলেছে ,এই নতুন বিলের মাধ্যমে সবাই কে নিজেদের সোশ্যাল মিডিয়ার একাউন্ট  আঁধার কার্ডের  সঙ্গে  যুক্ত করতে হবে । এই নিয়মের আওতায় থাকবে টুইটার ,ফেসবুক ,টিকটক ,হোয়াটসআপ ইত্যাদি । এটি করার মূল কারণ ভুয়ো  একাউন্টের  মাধ্যমে করা  ভুল তথ্য যেন  দেশে না ছড়িয়ে পরে । তবে কবে থেকে চালু হবে তা জানা যায়নি ।