খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবার রিসার্ভ ব্যাঙ্ক আর্থিক বৃদ্ধি নিয়ে তার আগের দেয়া ইঙ্গিত ৬.১% থেকে কমিয়ে করলো ৫%। তারা দাবি করে ভারতে ভোগ্যপণ্যের চাহিদা বাড়েনি , তাই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে । বাণিজ্যিক মহলের আশা ছিল এই দিন ও ফের সুদ (রেপো রেট ) কমাবে শীর্ষ ব্যাঙ্ক । কিন্তু রিসার্ভ ব্যাঙ্ক সুদ অপরিবর্তিতই রেখেছে । পেঁয়াজে সহ বিভিন্ন আনাজের অগ্নিমূল্যের জন্য উল্টো বাড়িয়েছে খুচরো মূল্যবৃদ্ধির পূর্বাভাস ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...