রাজ্য টাস্ক ফোর্সের আশা সামনের বছর শস্তা হবে পেঁয়াজ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  রাজ্য টাস্ক  ফোর্সের  চেয়ারম্যান  রবীন্দ্রনাথ  কোলে  জানান  গতকাল  লেক টাউনের  একটি এবং বাগুইহাটির  দুটি  বাজারে আনাজের  দাম  খতিয়ে দেখতে  গিয়েছিলো টাস্ক  ফোর্সের সদস্য  রা । তার দাবি  তিনটি বাজারেই  পেঁয়াজ  বিক্রি  হচ্ছিলো ৮০-১০০ টাকা  কেজি  দ্বরে । তিনি  বলেন  গতকাল  রাজস্থান থেকে ৬ টি পেঁয়াজের দাম আসতে  দাম সামান্য  কিছু  কমেছে । ডিসেম্বরের শেষে  রাজ্যে  চাষ  হওয়া  পেঁয়াজ  বাজারে চলে আসবে  ফলে দাম  কমতে  বাধ্য ।