খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুর্শিদাবাদ জেলার বহরমপুরের দুটি বেসরকারি হাসপাতালে স্ক্রাব টাইফসে মৃত্যু হয়েছে দুইজনের । মৃতরা হলো বহরমপুরের কর্ণ সুবর্ণ লাগোয়া ডাবকা এলাকার তামান্না ফিরদৌস (১৪) বেলডাঙার কুমার পুরের স্বামল প্রামানিক (৪৬)। তামান্না ছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী এবং শ্যামল বাবু একটি ষ্টেশনারী দোকান চালাতেন । স্বাস্থ্য দফতর সূত্রের খবর ওই রোগে আক্রান্তের সংখ্যা এখন ৬৫।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...