স্ক্রাব টাইফসে মৃত্যু হলো দুইজনের

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   গতকাল  মুর্শিদাবাদ জেলার  বহরমপুরের দুটি বেসরকারি হাসপাতালে  স্ক্রাব  টাইফসে  মৃত্যু  হয়েছে দুইজনের । মৃতরা  হলো বহরমপুরের  কর্ণ সুবর্ণ  লাগোয়া ডাবকা  এলাকার তামান্না ফিরদৌস  (১৪) বেলডাঙার  কুমার পুরের স্বামল  প্রামানিক  (৪৬)। তামান্না ছিলেন মাধ্যমিক  পরীক্ষার্থী এবং শ্যামল  বাবু একটি ষ্টেশনারী  দোকান চালাতেন । স্বাস্থ্য দফতর সূত্রের খবর ওই রোগে আক্রান্তের সংখ্যা  এখন ৬৫।