পোল্যান্ডে বিস্ফোরণে মৃত ৬

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : পোল্যান্ডে  একটি বাড়িতে বিস্ফোরণের ফলে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সূত্রে জানা যায় । ঘটনাটি  ঘটেছে  বৃহস্পতিবার  ভোরের দিকে পোল্যান্ডের শির্ক  শহরে । বৃহস্পতিবার স্থানীয়  প্রশাসন জানিয়েছেন যে মৃতদের  মধ্যে দুইজন শিশু । পোল্যান্ড  পুলিশের  মতে  গ্যাসের পাইপলাইনে  সম্ভবত ছিদ্র  ছিল আচমকা গ্যাসের চাপ  বেড়ে  যাওয়ার ফলে এই বিস্ফোরণ ঘটে ।