খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৯-২০২০ ঢাকায় উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বলিউড অভিনেতা সলমান খান সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ । এই অনুষ্ঠানে বাংলাদেশ সাক্ষী থাকলো এক বর্ণময় সন্ধ্যায় ক্যাটরিনা কাইফ ও সলমান খানের নাচে দুর্দান্ত ভাবে জমে উঠলো বর্ণময় সন্ধ্যা । বাংলাভাষায় ব্যবহার করে জনগণ কে দুই অভিনেতা এবং অভিনেত্রী চমকে দিলো । নজরুল কে শ্রদ্ধা জানালো সলমন তার বাবার নির্দেশে ,১১ ডিসেম্বর থেকে শুরু হবে বিবিপিইলের ম্যাচ ।