প্যান ও আঁধার লিঙ্ক করার শেষ দিন হলো ৩১ সে ডিসেম্বর

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ৩১ সে  ডিসেম্বর  মধ্যে  প্যান  ও আঁধার লিঙ্ক  করার শেষ তারিক  বলে ঘোষণা  করলো সরকার । এর মধ্যে লিঙ্ক  না করলে প্যান  কার্ড  কে বাতিল  বলে ঘোষণা  করা  হবে । তাই সরকারের তরফে  মধ্যে আঁধার  ও প্যান  কে লিঙ্ক  করতে দেয়ার পরামর্শ  দেয়া হয়েছে । প্যান  ও আঁধার  লিঙ্ক  করার জন্য ইনকাম  ট্যাক্সের ই ফাইলিং ওয়েবসাইটে  যেতে  হবে । তার পরে পরবর্তী নির্দেশ অনুযায়ী  ক্যাপচা  কোড  দিতে হবে এর পরে তাদের  নির্দেশ মত  এগোতে হবে ।