খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গাড়ি শিল্পে মন্দা চলছে সারা দেশ জুড়ে । এই সুযোগে যাদের গাড়ি কেনার শখ ,তারা কম খরচে পকেটে পুড়তে পারেন মারুতি ট্রু ভ্যালু শপ থেকে অন্তত কম বাজেটের মধ্যে নিজেদের পছন্দ মত গাড়ি । কারু বাজেট যদি হয় ৫০ হাজার টাকা তাহলে তিনি পেয়ে যেতে পারেন মারুতি ওমনি ৫০ হাজার টাকা ,আরেকটু বাজেট বাড়ালে বালেন ও ৬৫ হাজার টাকা তে এমন মারুতি ৮০০ ৯৫ হাজার টাকা তে । গাড়ির খোঁজ পেতে গেলে মারুতি ট্রু ভ্যালু ওয়েবসাইটে গেলেই হবে ।