দেউচা পাঁচামি খনি নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশ দিলো জনজাতিরা

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : পশ্চিমবঙ্গের বীরভূমের জনজাতি ঘোষ্ঠী  তাদের দেউচা  পাঁচামি  খনি কে কেন্দ্র করে এর বিরোধিতায়  প্রধান মন্ত্রী নরেন্দ্র  মোদির কাছে চিঠি দিয়েছিলো । আজ  ওই দেউচা  পাঁচামি  জনজাতিদের  একটি প্রতিনিধি দল  পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে ডেপুটেশন দেন ,রাজ্যপাল  তাদের আশ্বাস  দেন তিনি পরিস্থিতি খতিয়ে দেখবেন । সম্প্রতি  তৃণমূল থেকে বিজেপি  যাওয়া নেতা  শঙ্কুদেব  পণ্ডা  দেউচা  পাঁচামির প্রতিনিধি দল  কে নিয়ে রাজ্যপালের  কাছে  যান । দেউচা পাঁচামি ঘিরে রাজ্যপালের যাতে স্বার্থ ক্ষুন্ন না হয় তা দেখার জন্য ।