খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অযোধ্যার রায় পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে ১৮ টি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । প্রথম বিচারপতি এস এ বব্দের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির বেঞ্চ ,আজ সেই আবেদন গুলি শোনেন শুনানি টি হয় প্রধান বিচারপতির চেম্বারে আবেদন কারীদের মধ্যে ছিল মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং নির্মোহী আক্রা । এই ছাড়াও ৪০ জন নাগরিক অধিকার কর্মীও আবেদন করতে চেয়েছিলেন ,কিন্তু তাদের অনুমতি দেয়া হয়নি কারণ তারা মূল মামলার সাথে যুক্ত ছিলেন না ।