খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বেতন ও অবসর কালীন ভাতা বৃদ্ধি এবং যতদিন সক্ষম তত দিন কাজ করার দাবিতে বৃহস্পতিবার কলকাতার রানী রাসমণি রোডে বিক্ষোভ সংগঠিত করেছিল পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্য কর্মী ইউনিয়ন । ২০০ জন পুর স্বাস্থ্য কর্মী এই সমাবেশে যোগ দিয়েছেন এই দিন সংগঠনের সভাপতি সুচেতা কুন্ডু তাদের দাবি না মিটলে আগামী দিনে বড় আন্দোলনের পথে যাবেন তারা ।