সংশোধনী আনা হলো সামাজিক ন্যায় বিচারমন্ত্রকের ২০০৭ সালের পাশ হওয়া আইনে

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ২০০৭ সালে পাশ  হওয়া  ” মেইনটেনান্স  এন্ড  ওয়েলফেয়ার অফ প্যারেন্টস  এন্ড সিনিয়র সিটিজেনস” আইনটি  তে সংশোধনী আনা  হলো । বাবা  মা  কে  অবহেলার  শাস্তি তে এইবার আরো  কড়া  পদক্ষেপ নিলো নরেন্দ্রমোদী সরকার । বাবা  মায়ের দেখা শোনা  না করলে এই বার  থেকে ৬ মাস  অব্দি  কারা  দ্বন্দ্ব হতে পারে । লোকসভা  তে এই বিলটি  পেশ করেছেন  কেন্দ্রীয়  সামাজিক ন্যায়  মন্ত্রকের মন্ত্রী থেবর  চন্দ্র   গেহলট ।