খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিসিসিআই ২০২০ সালের আইপিল সিজিনের জন্য ৯৯৭ খেলোয়াড়ের মধ্য থেকে নিলামে অংশগ্রহণের সুযোগের জন্য যে তালিকা তৈরী করছে তাতে সুযোগ পেয়েছেন ৩৩২ জন খেলোয়াড় । এই বার ভারত থেকে সুযোগ পেয়েছে ১৮৬ জন খেলোয়াড় অপরদিকে বিদেশী খেলোয়াড় সুযোগ পেয়েছেন ১৪৩ জন । বাকি তিনজন আইসিসির সহযোগী দেশের খেলোয়াড় ।এই প্রথমবার আইপিলের নিলামে সুযোগ পাবে স্কটল্যান্ড ও আমেরিকার খেলোয়াড় রা ,এদের নাম হলো আমেরিকার আলী খান এবং স্কটল্যান্ডের জর্জ মুন্সি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...