খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিসিসিআই ২০২০ সালের আইপিল সিজিনের জন্য ৯৯৭ খেলোয়াড়ের মধ্য থেকে নিলামে অংশগ্রহণের সুযোগের জন্য যে তালিকা তৈরী করছে তাতে সুযোগ পেয়েছেন ৩৩২ জন খেলোয়াড় । এই বার ভারত থেকে সুযোগ পেয়েছে ১৮৬ জন খেলোয়াড় অপরদিকে বিদেশী খেলোয়াড় সুযোগ পেয়েছেন ১৪৩ জন । বাকি তিনজন আইসিসির সহযোগী দেশের খেলোয়াড় ।এই প্রথমবার আইপিলের নিলামে সুযোগ পাবে স্কটল্যান্ড ও আমেরিকার খেলোয়াড় রা ,এদের নাম হলো আমেরিকার আলী খান এবং স্কটল্যান্ডের জর্জ মুন্সি ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...