আইপিএল ২০২০ নিয়ে বিসিসিআই নতুন উদ্যোগ গ্রহণ করেছে

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : বিসিসিআই ২০২০ সালের আইপিল  সিজিনের  জন্য ৯৯৭  খেলোয়াড়ের মধ্য থেকে  নিলামে  অংশগ্রহণের সুযোগের জন্য যে তালিকা  তৈরী করছে তাতে সুযোগ পেয়েছেন ৩৩২ জন খেলোয়াড় । এই বার ভারত থেকে সুযোগ পেয়েছে ১৮৬ জন খেলোয়াড় অপরদিকে বিদেশী খেলোয়াড় সুযোগ পেয়েছেন ১৪৩ জন । বাকি তিনজন আইসিসির সহযোগী দেশের খেলোয়াড় ।এই  প্রথমবার আইপিলের  নিলামে সুযোগ পাবে স্কটল্যান্ড  ও আমেরিকার খেলোয়াড় রা ,এদের  নাম হলো আমেরিকার আলী খান এবং স্কটল্যান্ডের জর্জ  মুন্সি ।