খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই পাশ করানোর মূল কান্ডারি ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । এই বিলের প্রতিবাদে আসাম ,ত্রিপুরা ,পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে চলছে তুমুল বিক্ষোভ এবং প্রতিবাদ । এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে স্বয়ং আজ কলকাতার রাস্তায় নেমেছে মুখ্যমন্ত্রী নিজে । ঠিক এই সময়ে ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে অমিত শাহ সদর্পে ঘোষণা করে বললেন ৪ মাসের মধ্যে রাম মন্দির তৈরী হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...