খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ কল্যাণী স্টেডিয়ামে ডার্বির আগে গোকুলাম এফসি কে হারিয়ে ডুরান্ডের বদলা নিলো মোহনবাগান । গোকুলামের মার্কোস এবং হেনরীরা একাধিক বার হানা দিয়েও গোলকিপার শঙ্কর রায় ও বারপোস্টের সৌজন্যে মোহনবাগান কে উপহার দিলো ৩ পয়েন্ট । খেলার শুরুতেই আক্রমনাত্বক ছিল মোহনবাগান । কিন্তু ২৩ মিনিটের মাথায় পেনাল্টি তে গোল করেন মোহনবাগানের গঞ্জালেস । প্রথম অর্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল শোধ করেন মার্কোস । ৪৭ মিনিটের মাথায় আবারো গঞ্জালেস গোল করে মোহনবাগান কে ২-১ গোলে জেতায় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...