ফেব্রয়ারি তে রেপো রেট কমানো নিয়ে আরবিআই গভর্নরের মত

On: Monday, December 16, 2019 8:15 PM

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : আরবিআই  য়ের  গভর্নর শক্তিকান্ত দাশ  বলেন ফেব্রুয়ারী  তে রেপো  রেট  কমানোর যে সিদ্ধান্ত রিসার্ভ  ব্যাঙ্ক নিয়েছিল তা একদম সঠিক ,ব্যয় কে থামানোর জন্য রেপো  রেট্  নিয়ে আরবিআই  যে সিদ্ধান্ত নিয়েছিল তা সময়ে সাথে একদম সঠিক প্রমাণিত হয়েছে । আরবিআই  গভর্নর  বলেন আরবিআই  এবং সরকার একই সঙ্গে এই পদক্ষেপ নিয়েছেন , যে  গত ফেব্রুয়ারী  থেকে মন্দার গতি বাড়ার মুখে আমরা এই রেপো  রেটের হার কমানো শুরু করি ।