খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা বইমেলার গিল্ড আজ সাংবাদিক সম্মেলন করে ২০২০ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরুর দিন ঘোষণা করলো ২৯ সে জানুয়ারী চলবে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত । প্রতিদিন মেলা খুলবে দুপুর ১২ টা থেকে বিকেল ৮ টা পর্যন্ত । গত দুইবছরের মত এই বছর ও কলকাতা বইমেলা অনুষ্ঠিত হবে সল্টলেকের সেন্ট্রাল পার্ক প্রান্জনে উদ্বোধন করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এইবারের থিম কান্ট্রি হলো রাশিয়া ,আজ উপস্থিত ছিলেন রাশিয়ান কন্সুলেটর আলেক্সি ইদামকিন ।