চলে গেলেন বিশ্বকাপ ফুটবল প্রেমী দর্শক পান্নালাল বাবু

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : ১৯৮২ সালে পাওলো  রোসির  নেতৃত্বে  ইতালির  বিশ্বকাপ জয় থেকে  মাঠে  বসে  ৮৬ ম্যারাডোনা ,৯০ য়ে  ক্লিন্সম্যান ,৯৪ য়ে  রোমারিও  থেকে ২০১৮ সালে  ফ্রান্সে  এম্ব্যাপে  ,গ্রিজমানের  বিশ্বকাপ  জয়ের সাক্ষী  ছিলেন তিনি । তিনি স্ত্রী  কে নিয়ে শেষবারের  মত  কাতার  বিশ্বকাপের  ফাইনাল ম্যাচ দেখার আকাঙ্খা  প্রকাশ  করেছিলেন ,কিন্তু আজ সকালে কলকাতার হাসপাতালে  শেষ  নিঃস্বাস  ত্যাগ করেন তিনি । কাতার  বিশ্বকাপ আর দেখা  হলো না তার ।গত কয়েকদিন ধরেই  বার্ধক্য  জনিত অসুখে  ভুগছিলেন তিনি ।