খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন দাবি করলেন যে মেলবোর্নের বক্সিং ডে টেস্ট ম্যাচ ও এইবার দিন রাতের করার দাবি করলেন তিনি । তিনি বলেন সম্প্রতি কালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বার বার সমালোচিত হয়েছে নিস্প্রান ২২ গজের উইকেটের জন্য । দিন রাতের টেস্ট হলে সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবে এমসিজি । নিউজিল্যান্ডের এক সংবাদ পত্র কে তিনি বলেন রাতে খেলা হলে বল অনেক বেশি নাড়া চড়া করে এবং খেলা টাও আকর্ষণীয় হয়ে ওঠে ।