ঝাড়খণ্ডে নির্বাচনী বক্তিতা তে সিএএ নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কার

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : আজ ঝাড়খণ্ডে  নির্বাচনী প্রচারে এসে বিজেপির বিরুদ্ধে সিএএ  নিয়ে  তীব্র  কটাক্ষ  করলেন  কংগ্রেসের সাধারণ সম্পাদিকা  প্রিয়াঙ্কা গান্ধী ।   জামিয়া মিলিয়া  বিশ্ববিদ্যালয়ে  পুলিশি  তান্ডব  নিয়ে তিনি এইদিন  বক্তৃতাতে  সরব  হন  এবং ভোটার দের  কাছে আবেদন করেন যারা  পড়ুয়া  দের  কথা শুনবে ।   পুরো  দেশ  জুড়ে সংশোধনী  নাগরিকত্ব  আইনের বিরুদ্ধে পড়ুয়ারা  রাস্তায় নেমে আন্দোলন করছেন এবং পুলিশি  হামলার মুখোমুখি হচ্ছেন ।