খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আশ্চর্য্যজনক ভাবে ইশ সোধি ,আদাম জাম্পা এবং হেইডেন ওয়ালশ জুনিয়র তিনজনেই উনসোল্ড থাকলেন এই নিলামে । পাশাপাশি নিউজিল্যান্ড পেস বোলার টিম সৌদি ও অবিক্রিত থাকলেন । দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ওয়েস্ট ইন্ডিজের ফর্মে থাকা ব্যাটসম্যান শেই হোপ বাংলাদেশের কিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কাম উইকেট কিপার হেনরিক ক্লাসেন ,সঙ্গে ভারতের হনুমা বিহারি এবং পূজারাও উনসোল্ড থাকলেন ।