খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর জানান একটি আন্তর্জাতিক নম্বর থেকে খুনের হুমকি ফোন পেয়েছেন তিনি । ফোনের ঐপাড় থেকে তাকে এবং তার গোটা পরিবার কে হত্যার হুমকি দেয়া হয়েছে । বিষয়টি চিন্তায় ফেলেছে গৌতম গম্ভীর কে ।শুক্রবার তিনি সহোদরা জেলার ডিসিপিকে লিখিত ভাবে গোটা বিষয়টি জানান গম্ভীর এবং অনুরোধ করেন একটি এফাইয়ার যেন দায়ের করা হয় এবং তার পরিবারের নিরাপত্তা যেন সুনিশ্চিত করা হয় ।