বড়দিন

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : ২৫ সে  ডিসেম্বর  প্রতিবছর বড়দিন  অথবা  খ্রীষ্টমাস  হিসাবে  পালন করা হয় বিশ্বে । এটি  খ্রিস্টিয়  ধর্মালম্বীদের উৎসব । এই দিনটি যীশুর  প্রকৃত  জন্মদিন  কিনা  তা জানা  যায়না  তবে আদি যুগীয়   ক্রিস্টানদের  বিশ্বাস অনুসারে  এই তারিকের  ঠিক ৯ মাস  পূর্বে মাতা  মারির  গর্ভে  প্রবেশ  করেন যীশু ,সম্ভবত ,এই হিসাব  অনুযায়ী  ২৫ সে  ডিসেম্বর  তারিখটি  কে যীশুর জন্মদিন হিসাবে ধরা  হয় ।