খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পূর্ব বর্ধমানের গোলসীর গলিগ্রামে ,মঙ্গলবার সকালে একটি গাড়ি দুর্ঘটনা ঘটে । জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে দুটি গাড়ি প্রাণ ভয়ে ছুটছে পথচারীরা এমন ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো ২ নম্বর জাতীয় সড়ক । দুর্গাপুরের দিকে যাওয়া গাড়ি কে পিছন থেকে ধাক্কা মারে একটি বড় মালবাহী ট্র্যাক ,এর পরেই চার চাকার গাড়িটিতে আগুন ধরে যায় এবং আগুন ধরে মাল বাহি ট্র্যাক তিতেও চার চাকার গাড়ির দুই আরোহী গাড়ির মধ্যে অগ্নিদগ্ধ হয়ে পড়েন একজনের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় আরেকজন কে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় ।