মঙ্গলবার হংকংয়ে ব্যাপক হাঙ্গামা গণতন্ত্রকামি বিক্ষোভকারীদের

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  বড়দিনের প্রাক্কালে  মঙ্গলবার সন্ধ্যা  বেলায়  হংকংয়ের ব্যাস্ত পর্যটন এলাকাতে ,সিম  শা  শুয়েই  পথে  কয়েক হাজার গণতন্ত্রকামি বিক্ষোভকারী  মাথায় সান্টা  তুপি এবং মুখে  সরকার  বিরোধ স্লোগান দিতে দিতে তারা শপিং  মল  গুলি দখল  করে নেয় । বিক্ষোভকারীদের তাড়াতে  কাঁদানে  গ্যাস এবং রবার  বুলেট ছোড়েন হং  কোং  পুলিশ ।