খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৯৯ টাকার এই নতুন প্ল্যানে পাবেন অতিরিক্ত ৬০ দিনের বৈধতা । এই অফারটি শুরু হয়ে গিয়েছে ২৫ সে ডিসেম্বর থেকে চলবে ৩১ সে ডিসেম্বর অব্দি । আগে এই প্লানের বৈধতা ছিল ৩৬৫ দিন আর এখন রিচার্জ করলে পাবেন ৪২৫ দিনের সুবিধা সঙ্গে ৩ জিবি করে ডেটা । সব নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং দৈনিক ১০০ টি করে এসএমএস । অন্যদিকে ৫০০,৪৫০,২৭৫ এবং ২৫০ টাকার স্পেশাল রিচার্জ প্ল্যান ও নিয়ে এসেছে বিএসএন এল । এই রিচার্জ গুলি করলে ,সময় দুই জানুয়ারির আগে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...