এসবি আই গ্রাহক দের এটিএম ব্যবহারে নতুন নিয়ম লাগু হতে চলেছে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  নতুন  বছরে  ভারতের  সর্ববৃহৎ  ব্যাঙ্ক  এসবিআই  তাদের এটিএম  গ্রাহকদের সুরক্ষার  জন্য  রাত  ৮ টা  থেকে সকাল  ৮ টার মধ্যে  এসবি  আই  এটিএম  থেকে তোলার ক্ষেত্রে  ওটিপি  ব্যবহার আবশ্যিক  করলো। দেশজুড়ে  চলা  এটিএম  জালিয়াতি  রোখার  জন্য ব্যাঙ্কের  এই  ব্যবস্থা ।ব্যাঙ্কের সঙ্গে মোবাইল  নাম্বার লিঙ্ক  করতেই  হবে কারণ  টাকা  তুলতে  গেলে  রেজিস্টার্ড  মোবাইল  নাম্বারেই  ওটিপি  পাঠানো  হবে ,সঙ্গে সঙ্গে সেটি  ব্যবহার  করতে  হবে কারণ  কয়েক মুহূর্ত  পরেই ওটিপি  বাতিল হয়ে যাবে ,অন্য কোনো  ব্যাঙ্কের  এটিএম  ব্যবহারের  এই বাঁধা  নেই ।