ফুড অলিম্পিকে চালু হলো ইকোপার্কে

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  সম্প্রতি  নিউ টাউনের  ইকোপার্কে শুরু হয়েছে ফুড অলিম্পিক । এটি চলবে  আগামী ৫ ই  জানুয়ারী পর্যন্ত । মঙ্গল  থেকে শুক্রবার বেলা  ১২ টা  থেকে ৭;৩০ মিনিট এবং শনি  ও রবিবার সকাল  ১১ টা  থেকে  সন্ধে  ৭ টা  ৩০ মিনিট ওবি  খোলা  থাকবে এই অনুষ্ঠান । ফুড অলিম্পিকে এই বার ইটালি  ,জাপান ,চীনের খাবার সম্ভার নিয়ে যোগ দিয়েছেন ব্যবসায়ীরা  সঙ্গে রয়েছে রাজ্যের নানান  খাবারের পসরা  পিঠে  পুলি  পায়েস এবং  নানা  স্বাদের মিষ্টি ।