বিধাননগরে বাড়ানো হলো মহিলা পুলিশের টহল

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :বিধাননগর  পুলিশ  কমিশনারেট  মহিলাদের সুরক্ষার্তে  বিশেষ বাহিনী তৈরী করে নজরদারির কাজ শুরু করলো মহিলাদের সুরক্ষার্তে । বিধাননগর  কমিশনারেট সূত্রে জানা গিয়েছে প্রতিটি  থানা  এলাকাতে তিনটি  মোটরবাইকে  চেপে টহল দিচ্ছেন মহিলা পুলিশ  কর্মীরা  এছাড়াও  মহিলা পুলিশের একটি বিশেষ দল  কেন্দ্রীয়  ভাবেও  নজরচালাচ্ছে ,বিশেষ  নজর দেয়া হচ্ছে  তথ্য  প্রযুক্তির তালুক সেক্টর ৫ য়ে । দেয়া  হচ্ছে  বিশেষ  ফোন নম্বর  ও ।